Saturday 28 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিল্পকলার সাত মিলনায়তনের নতুন নাম হচ্ছে

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২১ ডিসেম্বর ২০২৪ ১৮:০৯

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাতটি মিলনায়তনের নতুন নাম হচ্ছে। এর মধ্যে থাকছে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনও।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় নাট্যশালায় এক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নামকরণের বিষয়টি জানিয়েছেন।

অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, “জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নাম হবে আলাওল নাট্যালয়, স্টুডিও থিয়েটারের নাম হবে চন্দ্রাবতী নাট্যালয় এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হচ্ছে সেলিম আল দীন নাট্যালয়।”

বর্তমান সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডআপ কমেডি ‘জোকের রাজনীতি’। এই অনুষ্ঠানেই নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম বদলের তথ্য জানান শিল্পকলার মহাপরিচালক।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাডেমি সূত্রে জানা গেছে, শুধু জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন নয়, চারুকলা ভবন এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের আরও চারটি মিলনায়তনের নামও বদল হচ্ছে। এর মধ্যে সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মরমী সাধক শাহ আবদুল করিমের নামে। এছাড়া চারুকলা ভবনের মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে।

সারাবাংলা/এজেডএস

বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনের নতুন নাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর