আনকাট সেন্সর পেলো ‘সুপার হিরো’
১৪ জুন ২০১৮ ১৫:১০ | আপডেট: ১৪ জুন ২০১৮ ১৫:১৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
কোনো কাটা ছেঁড়া ছাড়াই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘সুপার হিরো’। বৃহস্পতিবার (১৪ জুন) ছবিটিকে ছাড়পত্র দেয় সেন্সর বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দীন নওশাদ।
সকাল সাড়ে ১১টায় শুরু হয় সিনেমার বিশেষ সেন্সর প্রদর্শনী। ছবি দেখার পর একটি সভায় অংশ নেন বোর্ডের সদস্যরা। এরপর নওশাদ জানান, ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে এবং আনকাট। এখন শুধু আনুষ্ঠানিকভাবে সনদ দেয়াই বাকি।
অনেক সময় নিয়ে সেন্সর ছাড়পত্র পেলেও, ছবিটির হল বুকিং চলছে আগে থেকেই। তবে ছবিটি এখন কয়টি হলে মুক্তি পাবে তা নিয়ে চূড়ান্ত কিছু জানায়নি প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশন।
অন্যদিকে ছবির পরিচালক আশিকুর রহমান সেন্সর ছাড়পত্র পাওয়ার খবর শুনে খুবই উচ্ছসিত। তিনি বলেন, ‘অনেক ভালো লাগছে, টেনশন মুক্ত হলাম। এখন অবশ্য কাজ বেড়ে গেলো।’
ছবিতে অভিনয় করেছে শাকিব খান, বুবলী। তথ্যমন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই বিদেশে শুটিং করার জন্য অনেকদিন ধরেই সেন্সর হচ্ছিল না ‘সুপার হিরো’ সিনেমার।
সারাবাংলা/পিএ