১৬ বছর পর মিক্সড অ্যালবাম
১২ জুন ২০১৮ ১৩:৫৭ | আপডেট: ১২ জুন ২০১৮ ১৪:৪৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
দীর্ঘ ১৬ বছর পর মিক্সড অ্যালবামের কাজ করলেন সংগীতশিল্পী মেহেদী। ঈদকে কেন্দ্র করেই তার এই প্রয়াস। অ্যালবামের শিরোনাম ‘মেহেদী মিক্সড ১’। মাত্র পাঁচটি গান রয়েছে এই অ্যালবামে।
মিশ্র এই অ্যালবামে গান করেছেন দেশের পাঁচ প্রথিতযশা সংগীতশিল্পী। তারা হলেন বাপ্পা মজুমদার, মিজান, ডি রকস্টারখ্যাত শুভ, অটামনাল মুন ও এহসান রাহী। মেহেদীর সুর ও সংগীত পরিচালনায় কণ্ঠ দিয়েছেন তারা।
‘মেহেদী মিক্সড-১’ শিরোনামের এই অ্যালবামে থাকা গানগুলো হচ্ছে ‘কবিতা পড়া নয়’ (বাপ্পা), ‘যাবেই যদি চলে’ (মিজান), ‘বন্ধু আমার’ (শুভ), ‘একলা মাঠে’ (মুন) এবং ‘রং দাও’ (এহসান রাহী)। সবগুলো গান লিখেছেন স্যামুয়েল হক।
সময় ও সুযোগ মিলিয়ে নিজের মতো কাজ করতেই মেহেদীর লেগে গেল অনেকটা সময়। তিনি বলেন, ‘গানের কথা আমার কাছে কবিতার মতো মনে হয়েছে। সেই বিষয়টা মাথায় রেখে সুর করার চেষ্টা করেছি।’
অগ্নিবীণার ব্যানারে বাজারে পাওয়া যাচ্ছে অ্যালবামটি।
সারাবাংলা/পিএ/পিএম