Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিকের পরিবারের সঙ্গে প্রিয়াঙ্কা


১২ জুন ২০১৮ ১৩:১৮ | আপডেট: ২১ জুন ২০১৮ ১৭:৫৩

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি: সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

প্রেমের সম্পর্ককে গোপন রাখতে বেশ চেষ্টা চালাচ্ছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া। খুব সাবধান পদক্ষেপ নিক জোনাসেরও। কিন্তু চাইলে কি আর সবকিছু গোপন রাখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কার্যকলাপ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই।

তাদের মধ্যে জোর আলোচনা, গভীর প্রেমে ডুবে আছেন প্রিয়াঙ্কা-জোনাস। আলোচনা হবেই বা না কেন, সোমবার (১১ জুন) হলিউডের এই নবীন জুটিকে হাত ধরে হাঁটতে দেখা গেছে আটলান্টিক সিটিতে। জোনাসের চাচাতো বোন র‌্যাচেল টাম্বোরেলির বিয়েতে গিয়েছিলেন দুজন। সেখানেই সারাদিন গায়ে গা ঘেষে থেকেছেন তারা, পার্টিতে নেচেছেনও খুব ঘনিষ্ঠ কায়দায়।

https://www.instagram.com/p/Bj5PqFigGHJ/?utm_source=ig_embed

এসময় প্রিয়াঙ্কা সোনালী রঙের পোশাক পরে ছিলেন। জোনাস পরেছিলেন নেভি-ব্লু স্যুট। দুজনেই একসঙ্গে চমৎকার সময় কাটিয়েছেন, আত্মীয়দের সঙ্গে কথা বলেছেন এবং নিজেদের সেলফোনে বিয়ের অনুষ্ঠান ভিডিও করেছেন।

বিয়েতে বউ-বাচ্চা নিয়ে জোনাসের ভাই কেভিন জোনাসও উপস্থিত ছিলেন। এদের সঙ্গেও বেশ খোশ মেজাজে গল্প করেছেন প্রিয়াঙ্কা। এই দৃশ্য প্রকাশের পর দূর্জনেরা বলছে, জোনাস পরিবারের সদস্য হয়ে গেছেন এই ভারতীয় তারকা।

প্রিয়াঙ্কা ও জোনাসকে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিলো মেট গালাতে। এর পর থেকেই দুজনের সম্পর্কের গুজব ছড়িয়ে পড়ে সব জায়গায়। এখন যে অবস্থা দেখা যাচ্ছে, ডুবে ডুবে বেশ ভালোই জল খাচ্ছেন এই দুই তারকা।

সারাবাংলা/টিএস/পিএ

প্রিয়াঙ্কা চোপড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর