Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভালো অাছেন আসিফ, ভক্তদের শান্ত থাকার অনুরোধ


১১ জুন ২০১৮ ২০:৪৫ | আপডেট: ১২ জুন ২০১৮ ১০:৪৮

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

তথ্যপ্রযুক্তি মামলায় গ্রেফতার হওয়া কণ্ঠশিল্পী আসিফ আকবর জামিন পেয়েছেন সোমবার (১১ জুন)। সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালত এই আদেশ দেন। দশ হাজার টাকার মুচলেকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।

আসিফ কারাগার থেকে বাড়ি ফেরেন বিকাল সাড়ে চারটার দিকে। রাত ৮টার দিকে তিনি ফেসবুকে তার বক্তব্য প্রকাশ করেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি তার ভক্তদের শান্ত থাকার অনুরোধ করেছেন।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সবাইকে সালাম এবং গারদীয় শুভেচ্ছা । আমার অবর্তমানে যারা দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমার মরহুম বাবা মা’র পক্ষ থেকে কৃতজ্ঞতা।

যারা আমাকে নিয়ে সত্য মিথ্যা প্রশ্ন তুলেছেন, তাদের জন্য সঠিক উত্তর নিয়ে হাজির হবো শীঘ্রই। আইন শৃঙ্খলা বাহিনী, কারা কর্তৃপক্ষ, কারাবন্দী ভাইদের জন্য অনেক ভালবাসা, কারণ বাংলাদেশের একজন শিল্পী হিসেবে তারা আমার ব্যাপক যত্ন নিয়েছেন।

আমার ফ্যানদের অনুরোধ করছি সবাই শান্ত থাকুন, যে কোন রকম উত্তেজনা পরিহার করুন, আমি ভাল আছি। সবার কাছে দোয়া চাই। আমি আপনাদের ভালবাসার কৃতজ্ঞতাপাশে আবদ্ধ, ভালবাসা অবিরাম।’

https://www.facebook.com/photo.php?fbid=2051453531783946&set=a.1408008946128411.1073741830.100007579567500&type=3&theater

সারাবাংলা/পিএ

আসিফ আকবর

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর