Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামিন পেলেন আসিফ আকবর


১১ জুন ২০১৮ ১২:১১ | আপডেট: ১১ জুন ২০১৮ ১২:২৫

স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: জামিন অাবেদন মঞ্জুর হয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবরের। সোমবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় ঢাকা মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর আদালত এই আদেশ দেন। দশ হাজার টাকার মুচলেকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করা হয়।

এর আগে রোববার (১০ জুন)  জামিন শুনানির দিন ঠিক থাকলেও তা প্রত্যাহার করে নেন আসিফের আইনজীবী। সোমবার (১১ জুন) আবারো জামিন আবেদন করেন আসিফ আকবরের আইনজীবী নুসরাত জাহান। এর আগে ৬ জুন আসিফের জামিন ও রিমান্ড না মঞ্জুর হয়।

গত ৫ জুন তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া একটি মামলায় আসিফ আকবরকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলাটি দায়ের করেন সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। এর পরদিন পুলিশ ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং আসিফ আকবরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সারাবাংলা/এআই/পিএ /পিএম

আসিফ আকবর জামিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর