Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে অনলাইনে থাকবেন আরিফিন শুভ


১১ জুন ২০১৮ ১১:২৬ | আপডেট: ১১ জুন ২০১৮ ১৫:০৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমায় নিয়মিত হওয়ার পর টিভি নাটকেও কাজ করছেন না তিনি। বিজ্ঞাপনে দেখা যায় হঠাৎ হঠাৎ। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে না তার অভিনীত কোনো সিনেমা। তাহলে কি ঈদে শুভ ভক্তরা কোথায়ও পাবেন না প্রিয় নায়ককে?

সেই আশঙ্কা কাটিয়ে দিয়েছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্সে। অনলাইন ব্যবহারকারীরা দেখতে পাবেন তাদের প্রিয় এ নায়কের সিনেমা। বাংলাফ্লিক্সে ঈদের দিন উন্মুক্ত করা হবে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘ভালো থেকো’।

‘ভালো থেকো’ সিনেমার পোস্টার

ছবিতে শুভর বিপরীতে অভিনয় করেছেন তানহা তাসনিয়া। জাকির হোসেন রাজু পরিচালিত সিনেমায় আরও আছেন আমজাদ হোসেন, কাজী হায়াৎ, আসিফ ইমরোজ, অরুণা বিশ্বাস। অভি কথাচিত্র প্রযোজিত ‘ভালো থেকো’ মুক্তি পায় গত ফেব্রুয়ারি মাসে।

বড়পর্দা ছাড়াও চলচ্চিত্র দেখার আরেকটি বড় মাধ্যম টেলিভিশন। ঈদ উৎসবে সিনেমা দেখার জায়গা হিসেবে সম্প্রতি যুক্ত হলো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্সে। দর্শকরা এখন চাইলেই নিজের পছন্দ মতো সিনেমা বিজ্ঞাপন বিরতি ছাড়াই উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম সংশ্লিষ্টরা।

সারাবাংলা/পিএ

অনলাইন আরিফিন শুভ বাংলাফ্লিক্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর