‘টোনাটুনির প্রেম’
১০ জুন ২০১৮ ১৪:২৩ | আপডেট: ১০ জুন ২০১৮ ১৪:২৮
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ছোটপর্দার নির্মাতা তুহিন হোসেন নির্মাণ করেছেন খন্ড নাটক ‘টোনাটুনির প্রেম’। নিটোল প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। নাটকের গল্প লিখেছেন পরিচালক নিজেই।
নাটকের গল্পে দেখা যাবে নায়ক-নায়িকা পরিবারকে না জানিয়ে কাজী অফিসে বিয়ে করে ফেলে। পরিবারের ভয়ে বাড়ি ফিরতে পারে না। বিয়ে করার পর তারা কোথায় যাবে জানে না। বন্ধুদের সাহায্য চাইলে তারা রাজি হয় না। এই অবস্থায় তারা কখনো পার্কে, কখনো রিক্সায় আবার কখনো নৌকায় ঘোরাঘুরি করে। এভাবে মূলত নাটকের কাহিনী এগোতে থাকে।
তবে তাদের ভাগ্যে কি আছে সেটা দেখার জন্য নাটকটি দেখতে হবে। বললেন নাটকের নির্মাতা তুহিন হোসেন।
তুহিন হোসেন আরও বলেন, ‘এটি একটি সহজ সরল প্রেমের গল্প। কিছুটা পাগলামী আছে। আমাদের তরুণ প্রজন্মের অনেকে এভাবে বিয়ে করে। তারা বিয়ে করার পর কোথায় যাবে? কি করবে? বুঝতে পারে না। নাটকে সেই কাহিনীটা তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস অনেক তরুণ-তরুণী নাটকটি দেখার সময় নিজেকে দেখতে পাবে।’
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, মিম মানতাশা, কাজী উজ্জ্বল প্রমুখ। আরটিভির ঈদ অনুষ্ঠান মালায় নাটকটি প্রচারিত হবে।
এটি ছাড়াও, বিদেশ ফেরত নির্যাতিত এক নারীর গল্প নিয়ে ‘ফেরা’ নামে আরও একটি নাটক নির্মাণ করছেন তুহিন হোসেন। এতে অভিনয় করবেন আফরান নিশো ও মেহজাবিন।
সারবাংলা/আরএসও/টিএস