Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান খানকে হত্যার ছক ফাঁস!


১০ জুন ২০১৮ ১৩:১৪ | আপডেট: ১০ জুন ২০১৮ ১৩:২৫

সালমান খান

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

সালমানকে হত্যার পরিকল্পনা করেছিলেন গ্যাংস্টার সম্পদ নেহরা। সম্প্রতি ভারতীয় গোয়েন্দাদের হাতে আটক এই সন্ত্রাসী চাঞ্চল্যকর এই স্বীকারোক্তি দিয়েছেন। প্রকাশ করেছেন সুপারস্টার সালমান খানকে হত্যার ছক!

দিন দুয়েক আগে একাধিক অপরাধের অভিযোগে সম্পদকে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করে হরিয়ানার একটি বিশেষ তদন্তকারী দল। রাজস্থানে কৃষ্ণসার হরিনকে যাঁরা পুজো করেন, সেই বিষ্ণোই সম্প্রদায়ের যুবক সম্পদ। মূলত সে শার্প শুটার। টার্গেটকে দূর থেকে গুলি করে হত্যা করা তার কাজ। লরেন্স বিষ্ণোই নামের কুখ্যাত মাফিয়া ডনের অনুগত সদস্য হচ্ছে সম্পদ।

পুলিশের কাছে সম্পদ জানিয়েছে, লরেন্সের নির্দেশেই সালমান খানের উপর নজরদারি চালানোর জন্য সে মুম্বাইয়ে আসে। হত্যার ছক কার্যকর করার জন্য মুম্বাইয়ে সালমানে বাড়ির ছবি তুলে রেখেছিল নিজের মোবাইল ফোনে। কোন পথ দিয়ে সাল্লু যাতায়াত করেন, তার উপরেও নজরদারি চালিয়েছিল সম্পদ।

প্রসঙ্গত, ২০ বছর আগেকার কৃষ্ণসার হরিন হত্যা মামলায় পাঁচ বছর কারাদণ্ড পেয়েছেন সালমান খান। জোধপুর কারাগারে দু’রাত কাটানোর পর তিনি জামিন পেয়েছেন।

সারাবাংলা/টিএস /পিএম

বিজ্ঞাপন

ধরা পড়লো সাইফের ওপর হামলাকারী
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:২১

বকেয়া বেতন পেয়েই এমন জয় রাজশাহীর
১৭ জানুয়ারি ২০২৫ ১৯:১৪

আরো

সম্পর্কিত খবর