অভিমানী গল্পে আনমনা তুমি
৯ জুন ২০১৮ ১৭:৫৭ | আপডেট: ১০ জুন ২০১৮ ১১:৫৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট।।
ছোটপর্দায় ভিন্নধর্মী গল্পের নাটক বানিয়ে আলাদা জায়গা তৈরি করেছেন নির্মাতা মাহমুদুর রহমান হিমি। এই ঈদে ব্যতিক্রমী গল্পের দু’টি টেলিছবি নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। টেলিছবি দু’টির নাম ‘অভিমানী গল্প’ এবং ‘আনমনে তুমি’। তানিন রহমানের লেখা ‘অভিমানী গল্প’ টেলিছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, শারলিন, পাপিয়া, সাবেরি আলম।
এক মেয়ে ডাক্তারের গল্প নিয়ে টেলিছবিটি নির্মিত হয়েছে। ডাক্তারি পেশার সাথে জড়িত মেয়েরা নানারকম সমস্যার সম্মুখিন হয়। রাতে ডিউটি করতে হয়। কখনো কখনো অনেক অযাচিত ঘটনার সম্মুখিন হতে হয়। এসব বিষয়গুলো টেলিছবিতে তুলে ধরা হয়েছে।
অন্যদিকে দুইজন অসুস্থ মানুষের বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘আনমনে তুমি’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম। টেলিছবিটি লিখেছেন পরিচালক নিজেই ও চিত্রনাট্য করেছেন তানিন রহমান।
টেলিছবি দু’টি সম্পর্কে হিমি সারাবাংলাকে বলেন, ‘আমি সাধারণত বিভিন্ন দিবস উপলক্ষে কাজ করি। সেই সাথে সবসময় বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করি। আগের কাজগুলো দেখলে তার প্রমাণ পাওয়া যাবে। সেই ধারাবাহিকতায় চেষ্টা করেছি নতুন কিছু করার। টেলিছবি দু’টিতে দর্শক ভিন্ন গল্প দেখতে পাবে।’
গাজী টিভির ঈদ অনুষ্ঠামালায় ‘অভিমানী গল্প’ প্রচার করা হবে। এবং ‘আনমনে তুমি’ সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
সারাবাংলা/আরএসও/পিএম