সাগর পাড়ে শাকিব-বুবলি
৯ জুন ২০১৮ ১৩:১৮ | আপডেট: ৯ জুন ২০১৮ ১৫:৪০
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
শাকিব খানের সঙ্গে অনেক নায়িকাই কাজ করেন। কিন্তু নানা কারণে বুবলি নামটি খানিকটা বেশি আলোচিত। আলোচিত এই জুটি এবার অংশ নিলেন ভিন্ন রকমের এক আয়োজনে। ঈদের জন্য নির্মিত একটি টিভি অনুষ্ঠানে শাকিব খান ও বুবলী দুজনই উপস্থাপক আবার দুজনই অতিথি। বুবলি প্রশ্ন করেছেন শাকিব খানকে, জানার চেষ্টা করেছেন তার কাজ, ব্যক্তি জীবনের নানান গল্প। আবার শাকিব খানও আড্ডার ফাঁকে ফাঁকে নানান প্রশ্ন করেছেন বুবলিকে। এভাবেই দুজন জমিয়ে তুলেছেন আড্ডা।
অনুষ্ঠানটির নাম ‘আনন্দময় দিনে শাকিব খানের সাথে’। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে। পরিচালনা করেছেন শাহীদ সম্পদ।
বাংলাভিশনের জন্য নির্মিত অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন বিকেল ৫টা ১৫ মিনিটে।
সারাবাংলা/পিএম