ছোটপর্দায় গাইলেন সাকিব
৯ জুন ২০১৮ ১২:১৩ | আপডেট: ৯ জুন ২০১৮ ১৪:১৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
ইউটিউবের কল্যাণে মাহতিম সাকিব এখন আলোচিত এক নাম। বিখ্যাত শিল্পীদের গান কাভার করে সবখানে প্রশংসিত হচ্ছেন এই কিশোর। নিতান্তই শখের বসে গাওয়া তার গানগুলো এতটা জনপ্রিয় হবে এমনটা তিনি কখনোই ভাবেননি।
সেই জনপ্রিয়তাকে পূঁজি করে মাহতিম সাকিব এবার পেশাদার কন্ঠশিল্পী হিসেবে গান করেছেন। ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘বুকের বাঁ পাশে’ শিরোনামের একটি টেলিছবিতে গান গেয়েছেন তিনি। সোমেশ্বর অলির লেখা গানটির সঙ্গীতায়োজন করেছেন সাজিদ সরকার।
প্রথমবারের মতো টেলিছবিতে গান গাইতে পেরে স্বভাবতই উচ্ছ্বসিত সাকিব। সারাবাংলাকে তিনি বলেন, ‘আরিয়ান ভাইয়ের মতো একজন পরিচালকের সাথে কাজ করতে পারাটা সত্যিই আনন্দের। গানের লিরিক এক কথায় অসাধারণ। সাজিদ ভাইয়ের গান কম্পোজিশনের কথা তো নতুন করে কিছু বলার নেই। সবচেয়ে বড় কথা হলো আমি গান গাওয়ার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পেয়েছি। সবমিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ।’
সাকিবের গান প্রসঙ্গে নির্মাতা আরিয়ান বলেন,‘মানুষ আসলে নতুন কন্ঠের গান শুনতে চায়। আমার টেলিফিল্মের গানটি যখন লেখা হয় তখন আমরা নতুন কাউকে দিয়ে গানটি গাওয়ানোর পরিকল্পনা করছিলাম। ঠিক ঐ সময়ে সাকিবের ভাইরাল হওয়া গানের ভিডিওটি দেখা। তখন মনে হলো এই গানটি সাকিব ভালো গাইতে পারবে। আমরা গানটি রেকর্ড করেছি। প্রত্যাশা অনুযায়ী ভালো গেয়েছে। সংগীত পরিচালক খুশী। আমারও ভালো লেগেছে।’
আফরান নিশো, মেহজাবিন, লুৎফর রহমান জর্জ, সুষমা, বাশার বাপ্পী অভিনীত টেলিছবিটি এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচার করা হবে।
সারাবাংলা/আরএসও/টিএস