Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে স্বাধীন বাংলা বেতারের শিল্পী সুজয় শ্যামের

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৫ অক্টোবর ২০২৪ ১৬:৫৯ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪ ১৭:২০

সুজেয় শ্যাম─আমাদের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন শিল্পী। তার সুর করা বহু গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ সংগীত পরিচালকের শারীরিক অবস্থা সংকটাপন্ন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি আছেন তিনি। সেখানে গত চার মাস ধরে তার চিকিৎসা চলছে। সেখানে কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদের তত্বাবধানে আছেন।

বিজ্ঞাপন

সুজেয় শ্যামের মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম গণমাধ্যমে বলেন, ‘বাবার শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই। তার হার্টে (হৃদযন্ত্র) ‘পেসমেকার’ (ইলেকট্রনিক ডিভাইস) বসানো হয়েছিল। চিকিৎসকরা বলেছেন সেখানে ইনফেকশন হয়েছে। ইনফেকশন এখন রক্তে ছড়িয়েছে। আগের চেয়ে শ্বাসকষ্টও বেড়েছে। এমনতিতেই বাবা ক্যানসারের রোগী। ডায়বেটিসও অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও আছে। তাই ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয় ডাক্তারদের। তবে তারা আপ্রাণ চেষ্টা করছেন। সবমিলিয়ে বাবার অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে। সবার কাছে তার জন্য দোয়া চাই।’

বিজ্ঞাপন

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়েছে ওই’ গানের সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সুজেয় শ্যামের অন্য গানগুলোর মধ্যে আছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘শোন রে তোরা শোন’।

সারাবাংলা/এজেডএস

সংগীত পরিচালক সুজয় শ্যাম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর