স্বল্পদৈর্ঘ্য ছবিতে ছয় জন পেলেন সরকারি অনুদান
৭ জুন ২০১৮ ১৭:৫৫ | আপডেট: ৭ জুন ২০১৮ ১৮:১৫
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ছয় জন প্রযোজককে দেয়া হয়েছে সরকারি অনুদান। শিশুতোষ ছবি ‘আড়ং’-এর অনুদান পেয়েছেন জান্নাতুল ফেরদৌস। প্রামাণ্যচিত্র ‘দ্য লক্ষণ দাস সার্কাস’এর জন্য ঝুমুর আসমা জুঁই । ‘ঘরগেরস্থি’ নির্মাণের জন্য মো. মাসুদুর রহমান (রাহিম) পাচ্ছেন অনুদান।
এছাড়া স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ধড়’ এর জন্য আকা রেজা গালিব, ‘ঘরে ফেরা’র জন্য এস, এম, কামরুল আহসান এবং ‘ওমর ফারুকের মা’ সিনেমার জন্য এম এম জাহিদুর রহমান পাচ্ছেন অনুদান।
এই ছয় জন নির্মাতা সিনেমা নির্মাণের জন্য পাবেন দশ লাখ করে টাকা। প্রতিটি সিনেমার দৈর্ঘ্য হতে হবে ৩৫ থেকে ৫৫ মিনিটের মধ্যে।
২০১৭-১৮ অর্থবছরে এই অনুদান ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের ওয়েব সাইটে প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
সারাবাংলা/পিএ/পিএম