Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজে ফিরেছেন মর্গান ফ্রিম্যান


৫ জুন ২০১৮ ১৭:৫১

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

ধরা পড়ে গেছেন অস্কার জয়ী অভিনেতা মর্গান ফ্রিম্যান। জর্জিয়ার সাভানাহ শহরে শুটিং করতে গিয়ে গণমাধ্যমের কাছে ধরা পড়ে গেছেন তিনি। প্রভাবশালী গণমাধ্যম কেবল নিউজ নেটওয়ার্কে ফ্রিম্যানের অনুষ্ঠান ‘লিগাল ব্যাটেল উইথ সিএনএন’-এর শুটিংয়ের সময় দেখা গেছে তাকে।

মর্গান ফ্রিম্যানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আসার পর এটি তার প্রথম শুটিং। গত ১ জুন ছিল এই অভিনেতার ৮১ তম জন্মদিন। দিনটি তিনি উদযাপন করেছেন শুটিং করে। ‘দ্য পয়জন রোজ’ ফ্রিম্যান অভিনীত পরবর্তী সিনেমা।

এই সিনেমার শুটিংয়েই অংশ নেন তিনি। তার সঙ্গে আরও ছিলেন সহশিল্পী জন ট্র্যাভোল্টা ও ফামকে ইয়ানসেন। খবর ডেইলিমেইলের।

সম্প্রতি মর্গান ফ্রিম্যানের বিরুদ্ধে আটজন নারী এনেছেন হেনস্থার অভিযোগ। হলিউডের এক প্রোডাকশন কর্মী অভিযোগ করেন ২০১৫ সালে ‘গোয়িং ইন স্টাইল’ ছবিতে কাজ করার সময় নানা অজুহাতে ফ্রিম্যান তাকে হেনস্তা করেছেন। পরে চাপের মুখে প্রকাশ্যে ক্ষমা চান এই অভিনেতা।

সারাবাংলা/পিএ

কাজে ফিরেছেন মর্গান ফ্রিম্যান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর