Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বক্সার হচ্ছেন শহীদ কাপুর


৫ জুন ২০১৮ ১৫:৪১

এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।

শহীদ কাপুর এখন আর আগের মতো ‘রোডসাইড রোমিও’ সাজেন না। প্রেম ভালোবাসার ছবিগুলোকে না করে দেন দ্বিধাহীন ভাবে। অভিনয়ের সুযোগ রয়েছে এমন চরিত্রগুলোকে বিনাবাক্য ব্যয়ে জানান স্বাগত।

এরই ধারাবাহিকতায় এবার তিনি এমন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন যেখানে তাকে লড়তে হবে বক্সিং রিংয়ে। কৃষ্ণা মেননের পরবর্তী ছবিতে একজন বক্সারের ভূমিকায় দেখা যাবে শহীদকে। একজন বক্সারের জীবনের টানাপোড়েনের কাহিনী দেখানো হবে এখানে।

বক্সিং রিং-এর চেয়ে রিংয়ের বাইরের গল্প এই সিনেমায় গুরুত্বপূর্ণ। আর এই কাহিনীটি বাস্তব করতে শহীদ কাপুর এখন করছেন কঠোর পরিশ্রম। বিশেষ করে বক্সিংয়ের কৌশল শিখছেন ‘উড়তা পাঞ্জাব’ খ্যাত এই তারকা অভিনেতা। ‘হায়দার’, ‘রেঙ্গুন’ এর মতো ছবি গুলোতে অভিনয় করে ইতিমধ্যেই শহীদ কাপুর নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়।

সর্বশেষ ‘পদ্মাবত’ ছবিতেও রাজপুত রাজার চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে সর্বমহলে। ধারণা করা হচ্ছে, কৃষ্ণার পরের ছবিটিও হতে যাচ্ছে এমনি একটি আলোচিত ছবি। এখন দেখার বিষয় ছবিটি দিয়ে নিজেকে কতটা উপরে তুলে ধরতে পারেন শহীদ।

সারাবাংলা/টিএস/পিএ

বক্সার শহীদ কাপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর