বিগ বসের সঞ্চালক হচ্ছেন ক্যাটরিনা
৫ জুন ২০১৮ ১৪:১১ | আপডেট: ৫ জুন ২০১৮ ১৪:১৩
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
ভারতীয় রিয়েলিটি শোগুলোর মধ্যে জনপ্রিয়তায় বরাবরই এগিয়ে ‘বিগ বস’। এবার বোধহয় সেই জনপ্রিয়তার পারদ আরও ওপরে উঠেবে। কারণ বিগ বসের সঞ্চালক হিসেবে এবার সালমান খানের সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাটরিনা কাইফ। ধারণা করা হচ্ছে, সাবেক এই প্রেমিক জুটির অন্দরের খবর জানতে ‘বিগ বস’-এ হুমড়ি খেয়ে পড়বে দর্শক।
বিগ বসে প্রতিযোগীদের জীবন ও যৌনতা নিয়ে খোলামেলা কথাবার্তা সবসময় বেশ পছন্দ করেন দর্শকেরা। শোনা যাচ্ছে, এবার এসব আলোচনা আরও বেশি উত্তেজক হিসেবে উপস্থাপন করা হবে। আর এবার প্রথমবারের মতো সমকামী যুগলরাও অংশ নেবেন অনুষ্ঠানটিতে।
বিগ বসে সমকামী প্রতিযোগীদের আগেও দেখা গেছে। এদের অনেকেই এখন ভারতে বেশ জনপ্রিয়। কিন্তু এবারই প্রথম জুটি হিসেবে অনুষ্ঠানটিতে অংশ নেবেন তারা। আর এসব প্রতিযোগি বাছতে চলতি মাসেই শুরু হচ্ছে বড় আকারের অডিশন।
‘বিগ বস’ ভারতে যতোটা জনপ্রিয় আবার ততোটাই বিতর্কিত। বিভিন্ন সময়ে নানামুখী সমালোচনায় জর্জরিত হয়েছে শো’টি। ক্যামেরার সামনে সালমান নিজেও মেজাজ হারিয়েছেন বেশ ক’বার। প্রযোজকরা আশা করছেন, এবারের বিগ বস বিতর্কে ছাড়িয়ে যাবে আগের সব রেকর্ড।
সারাবাংলা/টিএস/পিএম