হেলেনা নাকি জোলি?
৪ জুন ২০১৮ ১৮:৪৬
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
জেমস বন্ড সিরিজের পরের ছবিতে হেলেনা বোনহাম কার্টারকে চাচ্ছেন প্রযোজকরা। সবকিছু ঠিক থাকলে ‘হ্যারি পটার’ ও ‘এলিস ইন দ্যা ওয়ান্ডারল্যান্ড’ ছবির এই খলনায়িকাকে এখানেও দেখা যাবে দুর্বৃত্তের চরিত্রে। আর এই ছবিটিই হতে যাচ্ছে জেমস বন্ড হিসেবে ডেনিয়েল ক্রেইগের শেষ সিনেমা।
জেমস বন্ড সিরিজের এবারের ছবিটি পরিচালনা করবেন অস্কারজয়ী নির্মাতা ড্যানি বয়েল। মাঝখানে তাকে বরাত দিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, অ্যাঞ্জেলিনা জোলি যুক্ত হচ্ছেন ছবিটিতে। তবে সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ড্যানি বলেছেন, ‘সবাই ভাবছে জোলির কথা কিন্তু প্রযোজকরা চাচ্ছেন হেলেনা বোনহামকে। তবে আসল সত্যটা জানতে বন্ড ভক্তদেরকে অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত।’
শেষ পর্যন্ত যদি জোলি ছবিটিতে অন্তর্ভুক্ত হয়েই যান তাহলে ‘লারা ক্রফট : টম্ব রাইডার’ ছবির পর আবারও ডেনিয়েল ক্রেইগের সঙ্গে অভিনয় করবেন তিনি।
জেমস বন্ড সিরিজের পঁচিশতম এই ছবিটি মুক্তি পাবে ২০১৯ সালে।
সারাবাংলা/টিএস/পিএম