Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্যার্তদের জন্য দুই মাসের আয় দিচ্ছেন সিয়াম

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৮:৩১

ভয়াবহ বন্যায় দেশের ১২টি জেলা প্লাবিত। সরকারের দেওয়া তথ্যানুযায়ী এসব জেলার ৪৯ লক্ষাধিক মানুষ ভোগান্তি ভোগ করছে। পরিস্থিতিতে দেশের মানুষের মধ্যে অভূতপূর্ব এক ঐক্য দেখা গেছে। জাত-পাত ভুলে সবাই এক কাতারে এসেছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। সেই তালিকায় আছেন চিত্রনায়ক সিয়াম আহমেদও।

বন্যাদুর্গতদের জন্য দুই মাসের আয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেসবুকে শেয়ার করা এক ভিডিওতে এই কথা জানান নায়ক। মিডিয়ায় কাজ করা অন্য শিল্পীদেরও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই উদ্যোগ নেয়ায় ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

স্বামীর উদ্যোগের প্রশংসা করেছেন সিয়ামের স্ত্রী অবন্তী। তিনি নিজেও সামিল হয়েছেন বন্যায় আক্রান্তদের পাশে থাকার যুদ্ধে। নিজের এক মাসের আয় দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন অবন্তী।

সারাবাংলা/এজেডএস

বন্যার্ত সিয়াম আহমেদ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর