Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চঞ্চলকে কুর্নিশ অপর্ণার

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ আগস্ট ২০২৪ ১৬:৩২

প্রখ্যাত ভারতীয় নির্মাতা মৃণাল সেনের জীবনী নিয়ে নির্মিত ‘পদাতিক’-এ অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। সৃজিত মুখার্জীর পরিচালনায় সিনেমাটি ভারতে মুক্তি পেয়েছে ১৫ আগস্ট।

মুক্তির পর সিনেবোদ্ধাদের কাছে প্রশংসিতও হচ্ছে ‘পদাতিক’। কিংবদন্তী নির্মাতা মৃণাল সেনের জীবনী নির্ভর ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। মায়ের অসুস্থতা এবং দেশের উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে ছবিটির প্রচারণাতে দেখা যায়নি চঞ্চলকে।

বিজ্ঞাপন

‘পদাতিক’ এ মৃণাল চরিত্রে দুর্দান্ত অভিনয়ের জন্য সাধারণ দর্শক থেকে সিনেবোদ্ধারও প্রশংসা পাচ্ছেন চঞ্চল। এই যেমন ভারতের গুণী অভিনেত্রী, নির্মাতা অপর্ণা সেন কুর্ণিশ জানালেন অভিনেতা চঞ্চলকে!

‘পদাতিক’ দেখে নিজের মুগ্ধতার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে জানিয়েছেন অপর্ণা। ছবির বিভিন্ন দিক নিয়ে করেছেন আলোচনা। তবে তাকে ভীষণ মুগ্ধ করেছে মৃণাল চরিত্রে চঞ্চলের অভিনয়।

অপর্ণা লিখেছেন,“অভিনয় এই ছবির মস্ত বড় সম্পদ। বিশেষ করে চঞ্চল চৌধুরীর অভিনয়ে মৃণাল সেন একেবারে জীবন্ত হয়ে উঠেছেন। পাশাপাশি মনামীও খুবই বিশ্বাসযোগ্য গীতা সেনের চরিত্রে। চঞ্চল চৌধুরীর কথা বিশেষভাবে বলছি শুধু তার চেহারায় মৃণাল সেনের একটা আদল খুঁজে পাওয়া যায় (যে আদলকে অত্যন্ত চমৎকারভাবে কাজে লাগিয়ছেন পরিচালক) বলেই নয়; চঞ্চলবাবুর পর্দার উপস্থিতি এতটাই জোরালো যে, প্রায় যে কোনও চরিত্রেই তিনি ভাল অভিনয় করবেন। মৃণাল সেনের কণ্ঠস্বর, তাঁর বসার ভঙ্গী, দাঁতের ফাঁকে পাইপ ধরে তাকাবার ধরন, সব কিছু সম্পন্ন হয়েছে আপাত অনায়াস দক্ষতায়। কিন্তু আমরা সকলেই জানি প্রকৃতপক্ষে অন্য একজন মানুষকে আত্মস্থ করাটা ঠিক কতটা আয়াসসাধ্য। তাই পর্দায় বিশ্বাসযোগ্য মৃণাল সেন হয়ে ওঠার জন্যে চঞ্চলবাবুকে কুর্ণিশ জানাই। আশা করব উনি পশ্চিমবঙ্গে আরও অনেক ছবিতে অভিনয় করে আমাদের সিনেমাকে সম্বৃদ্ধ করবেন।”

বিজ্ঞাপন

‘পদাতিক’ দেখে সৃজিত সম্পর্কে ধারণাও পাল্টেছে অপর্ণার, এমন মন্তব্য করলেন তিনি। অপর্ণা লেখেন,“সৃজিতের সিনেমাগুলেতে এর আগে নতুন নতুন চমক পেয়েছি, পেয়েছি চাকচিক্য, অভিনবত্ব, টেকনিক-এর খেলা— কিন্তু এতটা গভীরতা কোথায় ছিল এতদিন? আসলে ভাল সিনেমার প্রতি, পূর্বসূরীদের কাজের প্রতি, পরিচালকের একটা আন্তরিক ভালবাসা জড়িয়ে রয়েছে এই ছবির পরতে পরতে। মৃণাল সেনের সিনেমা ও জীবন নিয়ে সৃজিত যে গভীরভাবে গবেষণা করেছেন, এবং তার চেয়েও বড় কথা, তার সারমর্ম অন্তরে উপলব্ধি করেছেন, ‘পদাতিক ২০২৪’ ছবিটি তার প্রমাণ। সেই উপলব্ধিই খুঁজে নিয়েছে এই সিনেমার ভাষা। পদাতিক এখানে মৃণাল সেন, পদাতিক এখানে সৃজিত মুখোপাধ্যায়ও। তাই ‘পদাতিক ২০২৪’ ছবিটি সার্থকনামা।”

সারাবাংলা/এজেডএস

অপর্ণা সেন চঞ্চল চৌধুরী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর