Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ইমরানের নতুন গান ‘ইশ’


৪ জুন ২০১৮ ১৪:৪৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

ঈদ উপলক্ষে শ্রোতা-দর্শকদের নতুন গান উপহার দিচ্ছেন এসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। ‘ইশ’ শিরোনামের গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন ইমরান ও কলকাতার অভিনেত্রী কৌশানি মুখার্জি। ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির মাধ্যমে কলকাতার চলচ্চিত্রে পা রাখেন কৌশানি।

বিজ্ঞাপন

নতুন গান এবং মিউজিক ভিডিওটি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইমরান। এ সম্পর্কে তিনি বলেন, ‘প্রায় পাঁচমাস ধরে গানটির পরিকল্পনা করছি। গানটির কথা অনেক ভালো। কথাগুলোর উপর ভিত্তি করেই সুর এবং সংগীতায়োজন করেছি।’

মিউজিক ভিডিওর একটি দৃশ্যে ইমরান ও কৌশানি

এই গানের মিউজিক ভিডিওতে প্রথম একসঙ্গে মডেল হয়েছেন ইমরান ও কৌশানি। তার সঙ্গে অভিনয় করার প্রসঙ্গে ইমরান বলেন, ‘কৌশানি আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথমবারের মতো বাংলাদেশের কোন গানে মডেল হলেন তিনি। আশা করছি গানটির ভিডিওটিও ভালো লাগবে সবার।’

টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার পরিচালক সুশাভান দাস। কোরিওগ্রাফী করেছেন স্যান্ডি। পুরো গানের দৃশ্যধারণ হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। ৭ জুন, বৃহস্পতিবার ধ্রুব মিউজিব স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

সারাবাংলা/আরএসও/পিএ

ইমরান ইশ কোশানি

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর