Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ি ফিরেছেন ভিক্টর ব্যানার্জী

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ আগস্ট ২০২৪ ১৮:৫৭

কলকাতার বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গেল বুধবার অভিনেতাকে উত্তরাখণ্ডের মুসৌরির এক হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবার সূত্রে খবর, অভিনেতা বুকে ব্যথা অনুভব করেন। তার পর ৭৮ বছর বয়সি অভিনেতাকে হাসপাতালে আইসিইউতে রাখার নির্দেশ দেন চিকিৎসকেরা।

আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, চিকিৎসকদের আশঙ্কা ছিল, অভিনেতা হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। সাময়িক ভাবে অভিনেতার রক্তচাপ কমে গিয়েছিল। তবে প্রাথমিক পরীক্ষার পর অভিনেতা সুস্থ আছেন বলেই হাসপাতাল সূত্রে খবর। আইসিইউ থেকে পরে তাকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। শনিবার ভিক্টর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। অভিনেতার ম্যানেজার জানিয়েছেন, এই মুহূর্তে ভিক্টর দেহরাদূনে রয়েছেন।

বিজ্ঞাপন

সত্যজিৎ রায়ের একাধিক ছবি এবং বিদেশি ছবিতে অভিনয় করেছেন ভিক্টর। দীর্ঘ বিরতির পর গত বছর ‘রক্তবীজ’ ছবির মাধ্যমে বাংলা ছবিতে ফিরেন।

সারাবাংলা/এজেডএস

ভিক্টর ব্যানার্জী