Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুখ ও মুখোশের গল্প আসছে জুলাইতে


৩ জুন ২০১৮ ১৮:০৪ | আপডেট: ৩ জুন ২০১৮ ১৮:৩২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘মুখ ও মুখোশ, রুপ ও রুপক’ চলচ্চিত্র নিয়ে তৃতীয়বারের মতো বড় পর্দায় হাজির হচ্ছেন নির্মাতা গোলাম মোস্তফা শিমুল। নতুন এই ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। বরাবরের মতো এই চলচ্চিত্রে তিনি জীবন ঘনিষ্ঠ ব্যতিক্রমী এক জীবনের গল্প তুলে ধরেছেন।

প্রায় দুই বছর আগে শুরু হয় সিনেমার কাজ। গত বছর সিনেমার কাজ শেষ হলেও মুক্তি নিয়ে ছিল অনিশ্চয়তা। সেন্সর বোর্ডের নানা প্রতিবন্ধকতা ডিঙিয়ে আনকাট সেন্সর পায় ছবিটি। এবার মুক্তির পালা। পরিচালক জানিয়েছেন আগামী ১৩ জুলাই মুক্তি পেতে যাচ্ছে চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ, রুপ ও রুপক’।

চলচ্চিত্রটিকে ‘প্রেম ও রাজনীতি’র গল্প আখ্যা দিয়ে পরিচালক গোলাম মোস্তফা শিমুল সারাবাংলা ডটনেটকে বলেন, ‘ছবির গল্পটা মুখ এবং মুখোশের। মুখটা আমি আর মুখোশটা আমার প্রকাশ। আমরা সবসময় সব জায়গায় সব মানুষের কাছে নিজেকে একই ভাবে প্রকাশ করিনা। সম্পর্ক গুলোর কাছেও আমাদের প্রকাশের রূপটা পালটে যায়। এটা রূপ এবং রুপকের গল্প বলতে পারেন।’

‘মুখ ও মুখোশ, রুপ ও রুপক’ সিনেমার দৃশ্যে নাফা ও কাজী রাজু

ছবিটি নিয়ে কতোটা আশাবাদী? এমন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ‘আশার তো শেষ নেই, তবে দর্শকের কাছাকাছি যেতে পারবো, নাকি দর্শককে আমার ভাবনার কাছাকাছি টেনে আনতে পারব- সেটা মুক্তির পরই বলা যাবে। আমি আমার ভালোলাগার জায়গা থেকে ছবিটা বানিয়েছি। আমি মানুষকে যেটুকু বুঝি, সম্পর্ক গুলোকে যেটুকু বুঝি সেই অবস্থান থেকে গল্পটা তৈরি।’

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা কাজী রাজু। তিনি ছবিতে নিজের অভিনয় সম্পর্কে বলেন, ‘এই ছবিটি আমার সেরা কাজগুলোর মধ্যে অন্যতম। ভালোলাগার একটি ছবি। খুব সচেতনতার সাথে নিখুঁতভাবে ছবির কাজ করার চেষ্টা করেছি। যেমন পোশাকগুলো যেনো আরোপিত মনে না হয়, সতর্ক ছিলাম যাতে অতি-অভিনয় না হয়ে যায়।’

বিজ্ঞাপন

গত বছর ২৭ আগস্ট টরন্টোতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ছবিটির। এতে আরও অভিনয় করেছেন নাফিসা চৌধুরী নাফা, দীপান্বিতা মার্টিন, কামাল আহমেদ, খায়রুল আলম সবুজ, মঞ্জুরুল আলম পান্নাসহ অনেকে। এর আগে গোলাম মোস্তফা শিমুল ‘অনুক্রোশ’ ও ‘হরিযূপিয়া’ নামে দু’টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

সারাবাংলা/আরএসও/পিএ

কাজী রাজু গোলাম মোস্তফা শিমুল জুলাই মুখ ও মুখোশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর