হার্ভিকে নিয়ে ভৌতিক সিনেমা
৩ জুন ২০১৮ ১৫:৪৭ | আপডেট: ৩ জুন ২০১৮ ১৬:০২
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
চলতি বছরে হলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে উচ্চারিত নাম হার্ভি ওয়াইনস্টিন। বিনোদন ইন্ডাস্ট্রিতে নারীদের যৌন হয়রানি ও ধর্ষণের অভিযোগে বারবার শিরোনামে এসেছেন তিনি। অভিযোগের কারণে ২৫ মে গ্রেপ্তার হন, পরবর্তীতে জামিনও পান।
এই হার্ভি ওয়াইনস্টিনকে নিয়ে এবার নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। তাও আবার ভৌতিক ঘরানার। সিনেমাটি নির্মাণ করবেন হলিউডের পরিচালক ব্রায়ান ডি পালমার। ভৌতিক এবং ক্রাইম ঘরানার সিনেমা নির্মাণের জন্য ৭০-৮০ এর দশকে জনপ্রিয় হয়ে ওঠেন পালমার।
৭৭ বছর বয়সি এই পরিচালক প্যারিসে বসে সংবাদ সংস্থা এএফপি-কে দেয়া সাক্ষাৎকারে হার্ভিকে নিয়ে সিনেমা নির্মাণ করার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘বছর ধরে গল্পগুলো শুনছি। চেষ্টা করছি ঘটনাগুলো কাছে থেকে দেখার।’
সিনেমার চিত্রনাট্য নিয়ে ফ্রান্সের এক প্রযোজকের সঙ্গে কথা হয়েছে পরিচালকের। চলচ্চিত্র শিল্পে নারীদের যৌন হয়রানি রোধেই এই পরিকল্পনা করছেন তারা।
পরিচালক পালমা আরও বলেন, ‘যৌন হয়রানির বিরুদ্ধে ‘মি টু’র প্রচারণা ও আন্দোলন বদলে দিতে পারে সিনেমার গল্পের ধরণ। এমনকি প্রযোজনার ধরনও বদলে যাবে আগামী দিনে।’
সারাবাংলা/পিএ/আরএসও/পিএম