কণ্ঠশিল্পী-নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই
৩০ জুলাই ২০২৪ ১৩:১১ | আপডেট: ৩০ জুলাই ২০২৪ ১৫:৫৫
ঢাকা: সংগীতশিল্পী-নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল আর নেই। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন।
জুয়েলের পারিবারিক সূত্র মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
এক যুগেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ চলিয়েছেন হাসান আবিদুর রেজা জুয়েল। অবস্থার অবনতি হওয়ায় ২৩ জুলাই রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
সংগীতশিল্পী হিসেবে সর্বাধিক পরিচিত হলেও জুয়েলের আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা। পাশাপাশি সঞ্চালনাও করেছেন অনেক অনুষ্ঠান।
১৯৮৬ সালে ঢাকায় এসেই জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিকেন্দ্রিক সাহিত্য ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে পড়েন। এভাবেই একসময় গানে জড়িয়ে যান তিনি। জুয়েলের প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে। এরপর বেশ কিছু অ্যালবাম প্রকাশিত হয়। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিল ‘এক বিকেলে’ অ্যালবামটি।
সারাবাংলা/এজেডএস/এমও