Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আসছে নতুন ধারাবাহিক ‘‌ফুল বাহার’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ জুলাই ২০২৪ ১৮:০৪

বেসরকারি টেলিভিশন চ্যানেল দীপ্ত টিভিতে আসছে নতুন ধারাবাহিক ‘ফুলবাহার’। এটি রচনা করেছেন মাতিয়া বানু শুকু ও রাজিবুল ইসলাম রাজিব।

যুবরাজ খান এর পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন সাজু খাদেম (ফুল), আহসান হাবিব নাসিম (বাহার), নাদের চৌধুরী, মামুনুর রশিদ, মুনমুন আহমেদ, সানজিদা প্রীতি, ইফ্ফাত আরা তিথি, মাইমুনা মম, নুসরাত জান্নাত রুহী, জোজন, রিজুয়ান পারভেজ, আহম্মেদ গিয়াস, আনোয়ারা শাহীসহ আরো অনেকে।

বিজ্ঞাপন

ফুল এবং বাহার চরিত্র দুটি একে অপরের স্বপ্নের পরিপূরক। গল্পের মূল চরিত্র ফুল, সাধারণ বাঙালি মধ্যবিত্ত তরুণের প্রতিনিধি। তার সাথে যুক্ত হয় এক ঐতিহাসিক আত্মা, বাহার। পলাশীর প্রান্তরে সিরাজুদ্দৌলার পরাজিত সৈনিকদের একজন। অতৃপ্ত আত্মা বিশ্বাসঘাতক মীরজাফরদের খুঁজে খুঁজে সে শাস্তি দিতে চায়। নিজের গ্রাম, পরিবার ও পরিবেশের উন্নয়নে অংশগ্রহণের আকাক্সক্ষায় বাহারের ভূত কাঁধে নিয়ে ফুল শহরে আসে মামার বাড়িতে। এরপর শুরু হয় ফুল বাহারের নতুন জীবন। একদিকে যুথি আর বীথির প্রেম ও প্ররোচনা অন্যদিকে সামাজিক নানান অসঙ্গতি… ফুল ও বাহার কি পারবে সব কিছুর সমাধান করে নিজেদের লক্ষ্যে এগিয়ে যেতে?

সারাবাংলা/এজেডএস

ফুল বাহার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর