রাস্তায় নেমে প্রতিবাদ শিল্পী-নির্মাতাদের
১৮ জুলাই ২০২৪ ১৯:২৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৯:২৮
কোটা আন্দোলনের কারণে দেশব্যাপী চলছে সহিংসতা। এতে ছাত্রসহ অনেকেই মারা গেছেন। চলমান এ সংঘর্ষ থামিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন শিল্পী নির্মাতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা এলাকায় ব্যানার হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান তারা।
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে সহিংসতা। চলমান কোটা সংস্কার আন্দোলনে গত দুইদিনে দশটির অধিক তাজা প্রাণ ঝরেছে। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের যে দফায় দফায় সংঘর্ষ বাঁধছে এতে করে রাজধানীর অধিকাংশ পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়েছে।
এমন যুদ্ধ পরিস্থিতি পরিহার করে শান্তি প্রতিষ্ঠার দাবীতে রাস্তায় নামেন নির্মাতা, শিল্পীরা। এসময় উপস্থিত ছিলেন নির্মাতা তপু খান, ইমরাউল রাফাত, সাইফুল হাফিজ খান, হাসান রেজাউল, মোহন আহমেদ, সজীব খান, রাহিম সুমন, রাসেল আজম, রনি খান, অভিনেতা আরোশ খান, ফরহাদ বাবু, সাব্বির অর্ণব, ভিডিও সম্পাদক রনি শিকদার জিতু, আরাফাত বিয়নসহ সমমনা মিডিয়াকর্মী।
সাধারণ মানুষ, শিক্ষার্থী, ছাত্রলীগ, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারী শিক্ষার্থী, অন্যান্য রাজনৈতিক সংগঠনের কর্মী, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ, গণমাধ্যম কর্মী, সকল শ্রেণী পেশার মানুষের অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করতে তারা রাস্তায় নামেন।
এসময় তাদের হাতে থাকা ব্যানার ও পোস্টারে দেশে শান্তির পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন শ্লোগান লেখা দেখা যায়।
উপস্থিত বক্তারা জানান, কারোর রক্তই আমরা দেখতে চাই না। কোন সংঘাত আমরা চাই না। আমরা সৃষ্টিশীল মানুষ, শান্তির দূত। শান্তি ফিরে আসুক সবার মাঝে। দায়িত্বশীল অগ্রজদের প্রতি দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানাই।
সারাবাংলা/এজেডএস