অবশেষে অনন্য মামুন জানালেন ‘দরদ’ মুক্তির সময়
৭ জুলাই ২০২৪ ১৭:৫৮
অনন্য মামুন শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘দরদ’। ছবিটি গেল ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও নানা কারণে আর মুক্তি পায়নি। তবে পরিচালক এবার সেপ্টেম্বরে মুক্তির কথা জানালেন।
সারাবাংলাকে অনন্য মামুন বলেন, আমরা ১৫ জুলাই থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবো। ছবিটির প্রচারণায় আমরা অনেক ধামাকা রেখেছি, যা আগে কখনো হয়নি। আর সেপ্টেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান রিলিজ পাবে। মুক্তির তারিখ কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে জানাবো।
ছবিটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য শাকিব ভক্তদের নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথা বলেছিলেন আগে। সে জন্য অনলাইনে রেজিট্রেশন ফরমও ছেড়ে ছিলেন। এ ব্যাপারে মামুন বলেন, রেজিস্ট্রেশনকৃত ৪ হাজার ভক্তকে নিয়ে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করবো। যেটিতে তারাই হবেন প্রধান অতিথি। আর অনুষ্ঠানটিতে শুধু ট্রেলার উন্মোচন না আরও অনেক কিছু থাকবে।
দুবাইয়ের বিখ্যাত হোটেল বুর্জ আল খলিফায় ‘দরদ’-এর ট্রেলার দেখানোর কথা ছিল। বিষয়টি কি তাহলে বাতিল হয়ে গেলে? ‘এটি বাতিল হয়েছে এমনটা না। এ ব্যাপারে ছবির প্রযোজকদের সঙ্গে বসে চূড়ান্ত সিন্ধান্ত জানাবো’─বলেন মামুন।
ঈদুল আযহার আগের দিন প্রকাশ পেয়েছিল দেড় মিনিটের দরদ টিজার। যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনও তিনি একেবারে ছাপোষা মানুষ, আবার কখনো না ভয়ংকর এক রহস্য পুরুষ! টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে ‘দরদ’।
টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের আছে ভরপুর রোমান্স! সেই আভাসও পাওয়া গেছে! সঙ্গে দুর্দান্ত অ্যাকশন ও সাসপেন্স। টিজার প্রকাশের আগে শাকিব খানের ‘দরদ’ লুক প্রকাশ হয়েছিল। তখনও দুই বাংলার সিনেমা প্রেমীদের নজর কেড়েছিল।
সারাবাংলা/এজেডএস