কলকাতায় নুসরাতের প্রথম ছবি ‘ডি ফর ডান্স’
১ জুন ২০১৮ ১৭:০৪ | আপডেট: ১ জুন ২০১৮ ১৭:২৭
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
টালিগঞ্জ চলচ্চিত্রের ইতিহাসে প্রথমবার নির্মিত হতে যাচ্ছে নৃত্য নির্ভর চলচ্চিত্র। আর সেই ছবিতেই অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। সিনেমার নাম ‘ডি ফর ডান্স’। এটি পরিচালনা করবেন বাবা যাদব। ছবিটি প্রযোজনা করবে কলকাতার নামজাদা প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।
ছবিতে নুসরাতের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অঙ্কুশ হাজরা। এর আগে নুসরাত-অঙ্কুশ জুটি অভিনয় করেছেন ‘আশিকী’ সিনেমায়। আর এই সিনেমার মাধ্যমেই প্রথমবার সম্পূর্ণ কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ফারিয়া। একই সঙ্গে দেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বাইরেও এটি হবে তার প্রথম সিনেমা।
বিষয়টি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার জনসংযোগ কর্মকর্তা সাকিব শৌখিন। তিনি বলেন, ‘ডি ফর ডান্স সিনেমায় তিনি কাজ করছেন। জাজ মাল্টিমিডিয়ার বাইরে এটাই তার প্রথম কাজ।’
সিনেমার শুটিং কবে শুরু হবে তা এখনো চূড়ান্ত না। তবে সিনেমার পুরো শুটিং হবে বিদেশে। শোনা গিয়েছিল সিনেমায় অঙ্কুশের বিপরীতে অভিনয় করবেন শায়ন্তিকা। কিন্তু না, শেষপর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমার জন্য নির্বাচিত করেছেন নুসরাত ফারিয়াকে।
সারাবাংলা/আরএসও/পিএ