‘বুকের বাঁ পাশে’র গল্প
১ জুন ২০১৮ ১৩:৫২ | আপডেট: ১ জুন ২০১৮ ১৪:০৪
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
এ সময়ের ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান বরাবরে মত ভালোবাসার গল্প নিয়ে হাজির হচ্ছেন। ঈদকে সামনে রেখে তিনি নির্মাণ করেছেন টেলিছবি ‘বুকের বাঁ পাশে’। পরিচালনার পাশাপাশি টেলিছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই।
বাস যাত্রায় পরিচয় হওয়া রাশেদ এবং ফারিনের প্রেমের গল্পে এগিয়েছে টেলিছবির পুরো কাহিনী। টেলিছবিটি দেখার সময় দর্শক নিজেকে খুঁজে পাবেন বলে জানিয়েছেন পরিচালক।
নাটক সম্পর্কে আরিয়ান সারাবংলা ডটনেটকে বলেন, ‘ঈদে আমি খুব বেশী কাজ করছি না। একটা কি দুইটা কাজ করছি। বলা যায় ‘বুকের বাঁ পাশে’ টেলিছবিটি আমার অন্যতম সেরা কাজ। বরাবরের মতো আমি গুছিয়ে কাজটি করেছি। আমার মনে হয় আগের সব কাজের মতো আমার এই নতুন কাজটি সবার ভালো লাগবে।’
টেলিছবিতে দু’টি গান থাকছে। সাজিদ সরকার ও তাহসিন যথাক্রমে গান দু’টির সঙ্গীতায়োজন করেছেন।
আফরান নিশো, মেহজাবিন, লুৎফর রহমান জর্জ, সুষমা, বাশার বাপ্পী অভিনয় করেছেন টেলিছবিটিতে। এটি প্রচারিত হবে এনটিভির ঈদ অনুষ্ঠানমালায়।
সারাবাংলা/আরএসও/টিএস