Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বলুন তো ছবিতে বিদ্যা সিনহা মিম কোনজন?

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৩ জুন ২০২৪ ১৮:৩৪

লাক্স তারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম তার ফেসবুকে পুরানোর দিনের একটি ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে লিখেছেন, ‘এ ছবিতে আপনার কেউ কি আমাকে খুঁজে পাচ্ছেন?’ তিনি জানিয়েছেন স্কুল জীবনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ‘যেমন খুশি তেমন সাজো’-এর অংশ ছিল ছবিটি।

মিমের পোস্ট করা এই পুরনো ছবিতে দশ-বারো জনকে দেখা যাচ্ছে। অনেকেই অনুমান করে নিজেদের মতো উত্তর দিচ্ছেন। কেউ অমুককে মিম ভাবছেন, তো অন্য কেউ তমুককে মিম মনে করে মন্তব্যের ঘরে জানাচ্ছেন! তবে বেশীর ভাগই উত্তর দিচ্ছেন ছবিতে থাকা ‘জোকার’-এর মুখোশ পরে থাকা একজনকে!

বিজ্ঞাপন

সবার পেছনে দাঁড়ানো জোকারের মুখোশে ঢাকা অন্যদের চেয়ে খানিক লম্বা ব্যক্তিটিই আসলে মিম! এমনটাই বলছেন অনেকে! মিমের পোস্ট করা ছবিটি দেখে তার স্কুল সহপাঠিদের অনেকে মন্তব্য করেছেন! হাজারা হোসেন সুমাইয়া নামের একজন লিখেছেন, ‘সেই দিনটির কথা আমার স্পষ্ট মনে আছে। ওই সাজে তোমাকে দারুণ লেগেছিলো।’

সুমাইয়ার এমন মন্তব্যে তার কাছে অনেকেই কৌতূহল নিয়ে জানতে চান, ‘ছবিতে মিম কোথায়, সবার পেছনে, জোকার?’ উত্তরে সুমাইয়া লিখেছেন, হ্যাঁ। সেদিন তাকে যা লেগেছে, একদম রিয়েল জোকার মনে হয়েছে। ড্রেসটা খুব সুন্দর ছিলো।’

মিমের সঙ্গে এই স্কুলে পড়েছেন দাবি করে সাদিয়া আফরোজ মৌরি নামের একজন লিখেছেন, ‘আমিও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলাম। বহুবার আমি তোমাকে দেখেছি। এমনকি পরীক্ষা কেন্দ্রে আমরা একসাথে একই বেঞ্চে বসেছি। আমরা সবাই তোমাকে নিয়ে গর্বিত।’

ছবিতে মিম কোন জন, নিশ্চিত হতে সেই মৌরির মন্তব্যের ঘরেও অনেকের প্রশ্ন- ‘এখানে মিম কোন জন? একটু দেখিয়ে দিন।’ উত্তরে মৌরিও বলেন, ‘দ্য জোকার’! তবে ছবিতে মিম কোন জন, তা নিশ্চিত হওয়া যায়নি!

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

বিদ্যা সিনহা মিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর