Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিটোল প্রেমের নাটক ‘কাছে থেকো’


৩১ মে ২০১৮ ১২:৫৯ | আপডেট: ৩১ মে ২০১৮ ১৩:১৫

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

এ সময়ের নাট্য নির্মাতাদের মধ্যে অন্যতম ব্যস্ত নাট্যপরিচালক সুষ্ময় সুমন। ইতিমধ্যেই নির্মাণ করেছেন বেশকিছু নাটক। যা পেয়েছে দর্শকপ্রিয়তা। তিনি এবার নির্মাণ করেছেন খণ্ডনাটক ‘কাছে থেকো’। পরিচালনার পাশাপাশি নাটকের গল্প লিখেছেন নির্মাতা নিজেই।

দৃষ্টি প্রতিবন্ধী তানুষ্কা ও জন এর ভালোবাসার সম্পর্ক নিয়ে নাটকের কাহিনী গড়ে উঠেছে। প্রথম দিকে নাটকের কাহিনী সমান্তরাল গতিতে এগোলেও শেষ দিকে গতিপথ পাল্টে নতুন মোড় নেবে বলে জানান পরিচালক।

নাটকটি সম্পর্কে সুষ্ময় ‍সুমন সারাবাংলা ডট নেটকে বলেন, ‘এটা মূলত ভালোবাসার গল্প। খুব সহজভাবে নাটকে একটি গল্প বলার চেষ্টা করেছি। প্রথম দিকে নাটকের কাহিনী সাধারণ মনে হলেও শেষের দিকে দর্শক একটি চমক পাবেন। আমার বিশ্বাস নাটকটি দর্শক উপভোগ করবে।’

নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও নাদিয়া। আরও আছেন মাসুম বাশার, মিলি বাশার। আগামীকাল (১জুন, শুক্রবার) এনটিভিতে রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে নাটকটি।

সারাবাংলা/আরএসও/পিএ

কাছে থেকো খণ্ড নাটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর