Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাহমিদা ও কৃষ্ণকলির একক সংগীতানুষ্ঠান

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ জুন ২০২৪ ১৯:১৯

জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাহমিদা নবী ও কৃষ্ণকলি এবার গাইলেন বাংলাদেশ টেলিভিশনের ঈদ আয়োজনে। ঈদুল আজহা উপলক্ষে বিটিভিতে প্রচারিত বিশেষ সংগীতানুষ্ঠানে একক গান পরিবেশন করবেন এ দুই শিল্পী।

ঈদের ৩য় দিন বিকাল ৪টায় থাকছে ফাহমিদা নবীর একক পরিবেশনা। ফেরদৌস বাপ্পির উপস্থাপনায় ও সাদিকুল ইসলাম নিয়োগি পন্নীর প্রযোজনায় অনুষ্ঠানটির নাম ‘লুকোচুরি গল্প’। ‘কে তুমি’, ‘তুমি কখন এসে’, ‘সবটুকু নিয়ে যেওনা’, ‘লুকোচুরি গল্প’সহ মোট নয়টি গান গাইবেন তিনি। এছাড়াও ফেরদৌস বাপ্পীর সঙ্গে মেতে উঠবেন গল্প-কথায়।

বিজ্ঞাপন

ঈদের ২য় দিন সকাল ১১টা ১০ মিনিটে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় ও প্রাপন্তি চক্রবর্তীর উপস্থাপনায় গাইবেন গানের দল ও কৃষ্ণকলি। ‘বন্ধু আমার বন্ধু তুমি’ শিরোনামের এ অনুষ্ঠানে কৃষ্ণকলি গাইবেন ‘বন্ধু আমার’, ‘কালো জলে কুজলা তলে’, ‘সব ছাড়ে মন’, ‘যাও পাখি’, ‘আগে যদি জানতাম’, ‘ভাবনার গভীরে’ ও ‘চাঁদ উঠেছে’সহ মোট সাতটি গান।

বিটিভির ঈদ আয়োজনে ঈদের দিন প্রচারিত হবে লোক সংগীতের অনুষ্ঠান ‘লোক আনন্দ’। নাসির উদ্দিনের প্রযোজনায় এ অনুষ্ঠানে গাইবেন ফকির শাহাবুদ্দিন, শাহনাজ বেলি, বিউটি, লিজা, অনন্যা, রাব্বি, সাগর বাউলসহ অনেকে। ঈদের ২য় দিন বিকাল ৪টা ১০ মিনিটে থাকছে আবু তৌহিদ ও আল মামুনের প্রযোজনায় ‘হংস মিথুন’। এখানে গাইবেন অপু, লুইপা, রাজিব, পুলক, মেজবাহ বাপ্পী, অনন্যা, প্রিয়াংকা, স্বর্ণা। ঈদের ৩য় দিন সকাল ১০টা ২০ মিনিটে থাকছে আবু তৌহিদ ও জামাল উদ্দিনের প্রযোজনায় সংগীতানুষ্ঠান ‘মনের আলো’ এবং দুপুর আড়াইটায় থাকছে ‘কাঁচা সোনা’। জনপ্রিয় শিল্পীরা এখানে একক, ডুয়েট ও কোরাসগান পরিবেশন করবেন।

বিজ্ঞাপন

এছাড়াও সরাসরি (লাইভ) প্রচারিত সংগীতানুষ্ঠানে গাইবেন অণিমা মুক্তি গোমেজ-আবুবকর সিদ্দিকী, পিন্টু ঘোষ-আতিয়া আনিসা, সন্দীপন দাশ-নিশিতা বড়ুয়া ও পুলক অধিকারী।

কৃষ্ণকলি ফাহমিদা নবী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর