‘হিপোক্রেট’ মেরিল স্ট্রিপ-এর উত্তর!
২০ ডিসেম্বর ২০১৭ ১৩:৪১
এন্টারটেইনমেন্ট ডেস্ক
যৌন নির্যাতনের ঘটনার প্রতিবাদে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৭৫তম আসরে মেরিল স্ট্রিপসহ ৩০ জন অভিনেত্রী পরবেন কালো পোশাক। আর বিষয়টিকে ‘ভণ্ডামি’ উল্লেখ করে টুইট করেছিলেন অভিনেত্রী রোজ ম্যাকগোয়ান। শুধু তাই নয় সে টুইটে মেরিল স্ট্রিপকেও ‘ভণ্ড’ বলে সম্মোধন করেন এই অভিনেত্রী।
গেলো শনিবার টুইটারে রোজ লিখেছিলেন, ‘মেরিল স্ট্রিপের মতো অভিনেত্রীরা একদিন ওই নোংরা দানবের (হার্ভি ওয়াইনস্টিন) সঙ্গে খুশি হয়ে কাজ করেছেন, এখন তারা গোল্ডেন গ্লোবে কালো পোশাক পরে নীরব প্রতিবাদ জানাবেন। আসলে আপনাদের এই নীরবতা একটি সমস্যা। আপনারা দম বন্ধ করে পুরস্কার নেবেন। আর তাতে কিছুই পাল্টাবে না। আপনাদের ভণ্ডামিকে আমি ঘৃণা করি।’
টুইটটি পরে অবশ্য ইতিমধ্যে মুছে ফেলেছেন রোজ ম্যাকগোয়ান। তবে রোজের ওই টুইট আহত করেছে মেরিল স্ট্রিপকে। ই-অনলাইনকে দেয়া এক সাক্ষাতকারে মেরিল স্ট্রিপ প্রতিক্রিয়ায় বলেছেন, ‘রোজ ম্যাকগোয়ানের আক্রমণে আমি আহত হয়েছি, কারণ আমি হার্ভির কোন অপরাধ সম্পর্কেই অবগত ছিলাম না। হার্ভির হোতে যে রোজ আক্রান্ত হয়েছিলো এটাও আমি জানতাম না। আমি সবসময়ই নারী নিপীড়নের বিপক্ষে।’
উল্লেখ্য, হলিউড ‘গডফাদার’ হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে প্রথম যে কজন নারী মুখ খুলেছেন, তার মধ্যে রোজ অন্যতম।
সারাবাংলা/টিএস/পিএম