Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নায়িকাদের নিয়ে মঞ্চ মাতালেন শাকিব

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৮ জুন ২০২৪ ১৭:৪৬

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানকে খুব কমই র‍্যাম্পে দেখা গেছে। আগে যতবার উঠেছেন একাই হেঁটেছেন। তবে এবার উঠলেন এক সঙ্গে চার নায়িকাকে নিয়ে। শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে র‌্যাম্পে হাঁটেন এই সুপারস্টার।

র‌্যাম্পে স্টপার হিসেবে এদিন দুর্দান্ত লুকে হাজির হন শাকিব৷ তারসঙ্গে এদিন র‌্যাম্পে হাঁটতে দেখা যায় পরীমনি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, সাবিলা নূর ও তানজিন তিশাদের। শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার পেছনে ছিলেন ফ্যাশন ডিজাইনার মডেল পিয়াল হোসেন।

বিজ্ঞাপন

তৃতীয়বারের মতো অনুষ্ঠিত ‘ঢাকা ফ্যাশন ডে’র মূল স্পন্সর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউ ইয়র্ক।এবারই প্রথম এতো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ঢাকা ফ্যাশন ডে। শাকিব ছাড়াও এদিন নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র‌্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা মডেল ও শোবিজ তারকারা।

সারাবাংলা/এজেডএস

শাকিব খান হারলান