Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোকসভার নির্বাচনে বিজয়ী যে তারকারা

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৫ জুন ২০২৪ ১৭:১৪

ভারতীয় জাতীয় সংসদ তথা লোকসভা নির্বাচনে একঝাঁক তারকা বিভিন্ন দল থেকে বিজয়ী হয়েছেন। চার মাসব্যাপী অনুষ্ঠিত নির্বাচনের ফল প্রকাশ হয়েছে মঙ্গলবার (৪ জুন)। অনেক তারকা নির্বাচন করলেও জিতেছেন অল্প কয়েকজন।

বিজেপির আসনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে লড়েছেন কঙ্গনা, মিরাট থেকে অরুণ গোভিল, মথুরা থেকে হেমা মালিনী, গুরুগ্রাম থেকে কংগ্রেসের হয়ে লড়েছেন রাজ বব্বর, স্বতন্ত্র প্রার্থী হয়ে বিহারের কারাকাট থেকে পবন সিং, কেরলের ত্রিশুর থেকে মালয়ালম তারকা সুরেশ গোপি, গোরখপুর থেকে বিজেপির আসনে রবি কিষান, আজমগড় আসনে ভোজপুরি তারকা নিরাহুয়া, মুম্বাই উত্তর থেকে শিবসেনার হয়ে গোবিন্দ। তবে জিততে পেরেছেন মাত্র পাঁচ তারকা। জয়ী তারকারা হলেন হেমা মালিনী, কঙ্গনা রানাউত, রাজ বব্বর, অরুণ গোভিল এবং রবি কিষান।

বিজ্ঞাপন

এদিকে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ৩১টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই রাজ্যে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন ছয় তারকা। তারা প্রত্যেকেই বিপুল ভোটে জয়ী হয়েছেন।

দেব ঘাটাল আসন থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী চিত্রনায়ক হিরণ চট্টোপাধ্যায়।

সারাবাংলা/এজেডএস

বিজয়ী তারকা লোকসভা নির্বাচন ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর