‘উরা ধুরা’ গানে শাকিব-মিমির সঙ্গে নাচলেন প্রীতম-রাফি
২৮ মে ২০২৪ ১৮:৫০ | আপডেট: ২৮ মে ২০২৪ ১৯:৩৬
‘তুফান’ ছবির টিজ প্রকাশের পর একদিনে এক কোটি ভিউয়ের রেকর্ড করেছে। লুক পোস্টার, টিজ সব মিলিয়ে ছবিটি নিয়ে শাকিব ভক্ত ও সাধারণ দর্শকের মধ্যে রয়েছে তুমুল আগ্রহ। এর মধ্যে প্রকাশ হলো এর গান ‘লাগে উরা ধুরা’।
বাউল রাজ্জাক দেওয়ানের জনপ্রিয় গান ‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেল মরার কোকিলে’ গানের সুর অনসরণে তৈরি গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন। সংগীতায়োজনের দায়িত্ব সামলেছেন প্রীতম। তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা।
গানের ভিডিওর একদম মাঝে শাকিব খান ও মিমি চক্রবর্তীর সঙ্গে এসে হাজির হন প্রীতিম হাসান। আর নাচের একদম শেষ পর্যায়ে এক ঝলকের জন্য এসে ‘কাট’ বলে গানটি শেষ করেন পরিচালক রায়হান রাফি।
বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটি প্রযোজনা করছে আলফা আই, চরকি ও ভারতের এসভিএফ। ছবিটিতে শাকিব-মিমি ছাড়া আরও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা ও মিশা সওদাগর। এটি ঈদুল আযহায় মুক্তি পাবে।
সারাবাংলা/এজেডএস