‘রেড কার্ড, ইয়োলো কার্ড’
৩০ মে ২০১৮ ১৩:৪৬ | আপডেট: ৩০ মে ২০১৮ ১৭:০৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
একদিকে দরজায় কড়া নাড়ছে ঈদ অন্যদিকে ফুটবল বিশ্বকাপ। এই দুই উৎসবকে সামনে রেখে নির্মিত হচ্ছে অসংখ্য টিভি নাটক। যেমন নির্মিত হয়েছে ‘রেড কার্ড, ইয়োলো কার্ড’। তরুণ নির্মাতা তপু খান নির্মাণ করেছেন খণ্ড নাটকটি।
ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক দুই দল গ্রামবাসীর ভেতরকার দ্বন্দ্ব নিয়ে গড়ে উঠেছে নাটকের কাহিনী। এই দ্বন্দ্বের ভেতরই শাখা-প্রশাখা গজিয়েছে ভালোবাসা আর কমেডি। যা দর্শকদের ফুটবল উন্মাদনার পালে হাস্যরসের হাওয়া দেবে বলে জানান নির্মাতা।
নাটক সম্পর্কে তপু খান সারাবাংলা ডট নেটকে বলেন, ‘এবার ঈদ এবং ফুটবল বিশ্বকাপ কাছাকাছি সময়ে হওয়ায় ফুটবল নিয়ে একটি নাটক বানানোর সিদ্ধান্ত নেই। ফুটবল নিয়ে সারাবিশ্বের মতো বাংলাদেশেও এক ধরনের উন্মাদনা কাজ করে। ব্রাজিল-আর্জেন্টিনা দুই ভাগে ভাগ হয়ে যায় সবাই। যে কোনওদিন ফুটবল খেলা দেখেনি সেও ব্রাজিল কিংবা আর্জেন্টিার সমর্থন করা শুরু করে। দুই দলের বিশাল বড় বড় পতাকা উড়ান সমর্থকরা। কখনো কখনো আবার লেগে যায় বাকযুদ্ধ। কিন্তু খেলায়তো হারজিৎ থাকবে। এটা নিয়ে যুদ্ধ করার কিছু নেই। তাছাড়া সবকিছুর উর্ধ্বে বাংলাদেশের পতাকা। এমন কিছু বার্তা দেয়ার চেষ্টা করেছি নাটকটিতে।’
নাটকটি যৌথভাবে লিখেছেন তপু খান ও রশিদুর রহমান হৃদয়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান, রুনা খান, ইরফান সাজ্জাদ, তানজিন তিশাসহ আরও অনেকে। আরটিভি’র ঈদের অনুষ্ঠানমালায় প্রচার হবে নাটকটি।
সারাবাংলা/আরএসও/পিএ/পিএম