মীনা পাল থেকে কবরী হওয়ার গল্প
৩০ মে ২০১৮ ১২:৪৬ | আপডেট: ৩০ মে ২০১৮ ১২:৫৩
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারের মেয়ে মীনা পাল। কিন্তু কে তিনি?
মীনা পাল নামে অধিকাংশই তাকে চিনবেন না। কিন্তু যদি বলা হয় কবরী, তাহলে তো মিষ্টি মেয়েকে চিনতে কারো অসুবিধা হবে না নিশ্চয়ই।
ষাটের দশকে তার অভিষেক হয় চলচ্চিত্রে। কবরী অভিনীত প্রথম সিনেমা ‘সুতরাং’, পরিচালক সুভাষ দত্ত। সিনেমার প্রথম দিনের শুটিংয়ের স্মৃতি কেমন ছিল? স্বাভাবিকভাবেই জানার আগ্রহ সবার।
‘গুলশান পার্কে চলছিল প্রথম দিনের দৃশ্যধারণ। দৃশ্যটি এমন যে, ‘গাছে চড়তে হবে আমাকে, বললেন কবরী। গল্পের জন্য তাই করলাম। কিন্তু গাছে উঠে থাকতে পারলাম না। পড়ে গেলাম মাটিতে। যন্ত্রণায় কাতর আমি, ঠিকমতো শুটিং করতে পারছি না। সেদিকে পরিচালকের কোনো নজর নেই। সহানুভুতি না জানিয়ে পরিচালক সুভাষ দত্ত এসে চড় মারলেন আমাকে।’
হ্যাঁ, চড় দিয়েই শুরু হয়েছিল কবরীর চলচ্চিত্র যাত্রা। নিজের মুখেই তিনি তা বললেন টেলিভিশন অনুষ্ঠানে। চলচ্চিত্র জীবনের নানা স্মৃতিচারণ করেছেন দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী মিষ্টি মেয়েখ্যাত কবরী। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে স্মৃতির রোমন্থন করেন তিনি।
দুই ঘণ্টার আড্ডায় কবরী জানিয়েছেন দেশ নিয়ে তার স্বপ্নের কথা। নিজেকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্মৃতিটুকু থাক’-এর দ্বিতীয় খন্ডের কাজ শুরু করা। ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে গানও গেয়েছেন কবরী। ঈদের পরদিন মাছরাঙা টেলিভিশনে সকাল ৭টায় প্রচার হবে অনুষ্ঠানটি।
সারাবাংলা/পিএ/পিএম