Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদ মুন্নার ফোক ম্যাশআপ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ মে ২০২৪ ১৭:১০

মঞ্চ ও টেলিভিশনের পরিচিতমুখ খালেদ মুন্না প্রকাশ করলেন- ‘দ্যা ফোক ম্যাশআপ’ শিরোনামের একটি গান। মরমীকবি হাসান রাজা ও ফকির লালন সাঁই-এর গান এবং সংগৃহীত কয়েকটি জনপ্রিয় ফোক গানের সমন্বয়ে নির্মিত ম্যাশআপটির সংগীত পরিচালনা করেছেন- রোজেন রহমান।

খালেদ মুন্না ইউটিউব চ্যানেল ও অনলাইন ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম- স্ট্রিমো ডিজিটাল থেকে প্রকাশিত এই ম্যাশআপের গানগুলো হচ্ছে- ‘নেশা লাগিলো রে’, ‘কমলায় নৃত্য করে’, ‘করিমানা কাম ছাড়ে না’, ‘মিলন হবে কতোদিনে’, ‘সোহাগ চাঁদবদনী’, ‘লোকে বলে বলে রে’।

বিজ্ঞাপন

এ সম্পর্কে খালেদ মুন্না বলেন-‘ স্টেজে আমি অনেক নাচানাচি করে উপভোগ করে পারফর্ম করি। কিন্তু আমার রেকর্ডেড গানের ধারাটা ভিন্ন। অনেকেই আধুনিক মিউজিকে ফোক গান করার অনুরোধ করেছেন। সেখান থেকেই ‘দ্যা ফোক ম্যাশআপ’ এর জন্ম। আশা করছি শ্রোতারা এখানে ভিন্ন খালেদ মুন্নাকে খুঁজে পাবেন।’

সারাবাংলা/এজেডএস

খালেদ মুন্না ফোক ম্যাশআপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর