Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে আসার ঘোষণা দিল ‘ময়ূরাক্ষী’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১১ মে ২০২৪ ১৯:৫০

ঈদুল আযহায় মুক্তির ঘোষণা দিল ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ পরিচালিত ছবিটি নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে এ ঘোষণা দেয়। এতে ববির বিপরীতে সুদীপ বিশ্বাস দীপ।

প্রেম আর প্রতারণার গল্পে এই চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা। গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খান, মানিক শাহ, জুলফিকার চঞ্চল, রুদ্র হক, মিতুল, কস্তূরী চৌধুরীসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব এবং গান গেয়েছেন মুহিন খান, কোনাল, পুর্ণতা, তরসা, জাহিদ নিরব। আজ ইন্টারন্যাশনালের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন চৌধুরী নিজাম নিশো। এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন এক সময়কার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা শাহাদাৎ হোসেন লিটন।

সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ঈদে সবাই একটা ফেস্টিভ মুডে থাকে। তাই আমরা এই সময়টা বেছে নিয়েছি। আমরা চাই মানুষ আমাদের সিনেমাটা দেখুক।’

সারাবাংলা/এজেডএস

ববি ময়ূরাক্ষী রাশিদ পলাশ সুদীপ বিশ্বাস দীপ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর