তাড়াশের কৃষকেরা মেতেছেন ঈদ আনন্দে
২৭ মে ২০১৮ ১৪:৩৬ | আপডেট: ২৭ মে ২০১৮ ১৬:৫১
এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।
শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনায় প্রতি বছর ঈদেই অনুষ্ঠিত হচ্ছে কৃষকের ঈদ আনন্দ। দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের নিয়ে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। আসছে ঈদুল ফিতরেও এর ব্যতিক্রম হচ্ছে না। সিরাজগঞ্জের তাড়াশ থানায় অনুষ্ঠিত হয়েছে এবারের আয়োজন।
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খুটিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। অনুষ্ঠান নিয়ে শাইখ সিরাজ বলেন, ‘চলনবিল এলাকায় কৃষি বৈচিত্রের সাথে জড়িয়ে আছে লোকজ সংস্কৃতির নানা উপকরণ। গ্রামীণ সংস্কৃতির বিভিন্ন ধারা ও কৃষকের জীবনের গল্প নিয়ে সমৃদ্ধ করার চেষ্টা করেছি কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানটি।’
এবারও কৃষকের ঈদ আনন্দে থাকবে বালিশ লড়াই, তৈলাক্ত কলাগাছে ওঠা, পাওয়ার টিলার রেস, মামা-ভাগ্নের দৌড়, বর সাজবে বৌয়ের হাতে, চাড়ি বাইচ, বল গড়িয়ে কোথায় যায় দৌড়ে ধরি তিনজনায়, নামের আনন্দদায়ক খেলা। আরও থাকবে দেশ-বিদেশের কৃষি ও কৃষককে নিয়ে নানা প্রতিবেদন।
‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি ঈদের দ্বিতীয় দিন বিকেল সাড়ে ৪টায় চ্যানেল আইতে প্রচারিত হবে।
সারাবাংলা/পিএ/পিএম