Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রমজীবী মানুষের গল্প ‘ঈদের ছুটি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ১৫:৫৭

ঈদ ঘিরে সবারই থাকে নানা ধরনের উচ্ছ্বাস। ঈদে বাড়ি যাওয়া নিয়ে থাকে যেমন মজার ঘটনা, তেমনি থাকে অনেক কষ্ট, আর মর্মান্তিক ঘটনাও। শ্রমজীবী মানুষের ঈদের ছুটির গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ঈদের ছুটি’।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে প্রকাশ হতে যাচ্ছে নাটকটি। ফিরোজ কবির ডলার পরিচালিত এই নাটকটিতে অভিনয় করেছেন ইমু শিকদার, সেলজুক তারিক, বাপ্পী আশরাফ, রেজা, নাজিম উদ্দিনসহ আরও অনেকে। নাটকটি রচনাও করেছেন পরিচালক নিজেই। এটি প্রকাশিত হবে প্রযোজনা সংস্থা ইল্যুশন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।

বিজ্ঞাপন

নাটকে দেখা যাবে, ইমু শিকদার, সেলজুক তারিক ও বাপ্পী আশরাফ সবাই গার্মেন্টসকর্মী। তাদের নিত্য দিনের ঘটনা প্রবাহের ভেতর দিয়ে এগিয়ে যায় গল্প। দেখতে দেখতে আসে ঈদ। ঈদের বেতন পাওয়া না পাওয়ার দোলাচল, পরিবারের ছোট ছোট আবদার পূরণের তাগিদ আর গার্মেন্টসে ঘটে যাওয়া নানা ঘটনার দৃশ্যায়ন আমাদেরকে বাস্তব জীবনের নানা টানাপোড়েনের কথা মনে করিয়ে দেবে। রয়েছে চমকও। যে ঈদ নিয়ে এতো চিন্তা, এতো উত্তেজনা, সেই ঈদে কি শেষ পর্যন্ত বাড়ি যেতে পারে নাটকের চরিত্ররা? জানতে হলে দেখতে হবে পুরো নাটকটি।

পরিচালক ফিরোজ কবির ডলার বলেন, ‘আমরা গার্মেন্টস কর্মীদের বাস্তব জীবনের গল্প থেকে অনুপ্রাণিত হয়েই নাটকটি নির্মাণ করেছি। প্রত্যেক আর্টিস্টই তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আমি আমার প্রযোজক ও টিমের প্রতি কৃতজ্ঞ।’

সম্প্রতি ঢাকার কলাবাগান ও মিরপুর এলাকার একটি গার্মেন্টসে চিত্রায়িত হয়েছে নাটকটি। এটি প্রচারিত হবে ৯ এপ্রিল ইল্যুশন এন্টারটেইনমেন্টের ইউটিউব ও ফেসবুক পেইজে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

ঈদের ছুটি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর