Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হারালেন পলাশ-শিমুল


২৭ মে ২০১৮ ১১:৫৩ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৪

স্টাফ করেসপন্ডেন্ট ।।

বিশিষ্ট শিল্পী এবং স্বাধীনতার আন্দোলনের অগ্রণী সাংস্কৃতিক কর্মী আফরোজ মুস্তাফা মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। শনিবার মধ্যরাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
আফরোজ মুস্তাফা দীর্ঘ প্রায় সাড়ে নয় মাস অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর অধিকাংশ সময়ই তিনি আইসিইউ এবং লাইফ সাপোর্টে ছিলেন।


আফরোজ মুস্তাফা দেশের খ্যাতিমান স্থপতি ও সঙ্গীতশিল্পী মুস্তাফা খালিদ পলাশ এবং খ্যাতিমান আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা’র মা। ডেল ভিসতা ফাউন্ডেশনের পরিচালক স্থপতি ও রবীন্দ্র সঙ্গীতশিল্পী সাহজিয়া ইসলাম অন্তন মরহুমার পুত্রবধূ।


মরহুমার আরেক পুত্রবধূ আবৃত্তিশিল্পী শারমীন মুস্তাফা সারাবাংলাকে জানান, রবিবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
সারাবাংলা/পিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর