১০ বছরের প্রবাস জীবন পেরিয়ে
এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৭ মার্চ ২০২৪ ১৬:৫২ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১৬:৫৩
২৭ মার্চ ২০২৪ ১৬:৫২ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১৬:৫৩
টানা ১০ বছর প্রবাস জীবন কাটিয়ে গ্রামে ফেরে হাসান। টের পায়, তার মনের মানুষ লিলি আর তার সঙ্গে নেই। বদলে গেছে অনেক। হাসান খুঁজতে থাকে, এই দূরত্বের কারণ।
প্রবাস জীবন থেকে ফিরে অসহায় এক প্রেমিকের গল্প উঠে আসবে ‘তুই আমারই’ নামের বিশেষ এই নাটকে। সাদাত রাসেলের গল্প, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।
এতে হাসান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং লিলি চরিত্রে সাদিয়া আইমান।
নির্মাতার মতে, এটি একটি একান্নবর্তী পারিবারের গল্প। যেখানে প্রেম আছে, বিরহ আছে, আনন্দ আছে আবার সম্পদের জটিলতাও আছে। তারই ভেতর একটু আলাদা হয়ে ধরা দিয়েছে বিদেশ ফেরত এক প্রেমিক আর দেশে অপেক্ষা করা প্রেমিকার গল্প।
প্রযোজক এসকে সাহেদ আলী জানান, সিএমভি’র ঈদ আয়োজনে ‘তুই আমারই’ নাটকটি উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
সারাবাংলা/এজেডএস