Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক-আইশাকে নিয়ে ‘তোমাতে হারাই’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২০ মার্চ ২০২৪ ১৬:০১

শহরের এক রাস্তায় ছাদখোলা গাড়িতে করে অফিসে যাচ্ছিলেন শোয়েব। হঠাৎ উপর থেকে ফুল এসে পড়ে তার গায়ে। শোয়েব উপরে তাকিয়ে দেখে, এক সুন্দরী মেয়ে তাকে ফুল ছুঁড়ে মেরেছে।সেই প্রথম দেখা। কিছুদিন পর শোয়েব রাস্তায় জ্যামে আটকে আছে। তখন দেখে সেই মেয়েটি তাকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে!

শোয়েব এবার নিশ্চিত হয়, মেয়েটি তাকে ভালোবাসে। অথবা তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। কিন্তু কেন? কে এই অচেনা মেয়ে? কী চায় শোয়েবের কাছে!

বিজ্ঞাপন

এমন সব প্রেমময় রহস্যের জবাব মিলবে ঈদের নাটক ‘তোমাতে হারাই’ দেখলে। যাতে শোয়েব চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং অচেনা মেয়ের চরিত্রে আইশা খান। দু’জনকে নিয়ে বিশেষ নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। গল্প লিখেছেন পাপ্পু রাজ।

নির্মাতা জানান, গল্পটি নিখাদ প্রেমের। তবে এতে শ্রেণীবৈষম্য আর পারিবারিক বন্ধনের বিষয় জড়িত আছে। ঈদ উৎসবে দর্শকদের জন্য এটি হতে পারে দারুণ একটি গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘তোমাতে হারাই’ নাটকটি আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে সিমএমভি’র ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর