Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপুণের সভাপতি হচ্ছেন আহমেদ শরিফ!

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১৪ মার্চ ২০২৪ ২০:১০

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী ২৭ এপ্রিল। সেখানে ইতোমধ্যে মিশা সওদাগর ও ডিপজল একটি প্যানেলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আরেকটি প্যানেলে নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করবেন। কিন্তু তার প্যানেলে সভাপতি হিসেবে শাকিব খান, অনন্ত জলিল, মৌসুমীসহ অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত কাউকেই চূড়ান্ত করতে পারেননি তিনি। তবে এখন শোনা যাচ্ছে তার প্যানেল থেকে সভাপতি প্রার্থী হচ্ছে আহমেদ শরিফ।

বিজ্ঞাপন

তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে বাস করেন। গেল ১৩ মার্চ সমিতির কার্যালয়ে এসেছিলেন। জানালেন নির্বাচনে অংশ নিচ্ছেন এবং তা সভাপতি পদে। তবে কোন প্যানেল তা এখনই বলতে চান না আহমেদ শরিফ।

বর্ষীয়ান এ শিল্পী স্বীকার না একটি সূত্র নিশ্চিত করেছে তার সঙ্গে সভাপতি পদে নির্বাচন করার ব্যাপারে নিপুণ বেশ কয়েকবার মিটিং করেছেন। তাদের সে মিটিং ইতিবাচক। কয়েকদিনের মধ্যে তারা আনুষ্ঠানিক ঘোষণা দিবেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আহমেদ শরীফ। এ ছাড়া তিনবার সাধারণ সম্পাদক ও চারবার সভাপতির দায়িত্ব পালন করেছেন এ অভিনেতা।

সারাবাংলা/এজেডএস

আহমেদ শরিফ নির্বাচন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর