Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কবে আসছে চঞ্চলের ‘পদাতিক’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
১২ মার্চ ২০২৪ ১৯:২৮

উপমহাদেশের প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। শুটিংয়ের আগে পরে মৃণাল রুপে প্রকাশিত চঞ্চলের লুক দর্শকদের নজর কেড়েছে। ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে প্রংসশিত হয়েছেও। সে চঞ্চলের ভক্ত-অনুরাগীদের অপেক্ষা কবে আসছে ছবিটি?

ক’দিন আগেই শোনা গিয়েছিল, আগামী মে মাসে পর্দায় আসবে ‘পদাতিক’। কারণ ১৪মে মৃণাল সেনের জন্মদিন। আর এই বিশেষ দিন উপলক্ষেই মুক্তি পাবে ছবিটি। তবে নির্মাতা সৃজিত মুখার্জির কাছ থেকে পাওয়া গেলো আরেকটু এগিয়ে আসার আভাস। ফিল্ম কমপ্যানিয়ন লোকালকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির পরিচালক সৃজিত মুখার্জী জানান, এপ্রিলে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

বিজ্ঞাপন

এই ছবিতে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকায় আছেন টলিউডের মনামী ঘোষ। এছাড়া সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করেছেন জীতু কমল। তবে ডাবিংয়ে জীতুর কণ্ঠ নয়, বরং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে খোদ সত্যজিতের কণ্ঠেই সংলাপ যুক্ত করা হয়েছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেন্ডস কমিউনিকেশন ও বিগ স্ক্রিন প্রোডাকশন।

সারাবাংলা/এজেডএস

চঞ্চল চৌধুরী পদাতিক