‘মোগলি’ আসছে আবার
২৫ মে ২০১৮ ১৬:৩৩ | আপডেট: ২৫ মে ২০১৮ ১৬:৩৯
এন্টারটেইনমেন্ট ডেস্ক ।।
২০১৬ সালে সিনেমা হয়ে এসেছিল ‘দ্য জঙ্গল বুক’। অভিনয় ও গ্রাফিক্সের দারুণ কাজের জন্য ছবিটি পেয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। নোবেল জয়ী লেখক রুডিয়ার্ড কিপলিংয়ের অসাধারণ এই উপন্যাসটি থেকে আবারও তৈরি হচ্ছে চলচ্চিত্র। এবার পরিচালক অ্যান্ডি সেকার্সের হাত ধরে ‘মোগলি’ ফিরছে বড় পর্দায়।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মোগলি’ ছবির প্রথম ঝলক। এবারের ছবিটিকে আগের ছবির সিক্যুয়াল বলা যায়। কারণ এই ছবিতে মোগলির শত্রু বাঘ ‘শের খান’কে অগ্নিকাণ্ডের পরও বেঁচে ফিরতে দেখা গেছে। এছাড়াও দেখা গেছে মাংকি কিংকে। ‘মোগলি’ মুক্তি পাবে এ বছরের ১৯ অক্টোবর।
পরিচালকের মতে, এ বারের মোগলি বেশ কিছুটা পরিণত। শ্বাপদ সঙ্কুল জঙ্গল পেরিয়ে সে পা রেখেছে মানব সমাজে। এখন সে আগুনের ব্যবহার জানে। কুহকিনি অজগর ‘কা’-এর লোলুপ দৃষ্টির সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারে।
মোগলিতে এবার বাগিরা চরিত্রে ক্রিশ্চিয়ান বেল ও শের খানের ভূমিকায় বেনেডিক্ট কাম্বারব্যাচ কণ্ঠ দিয়েছেন। ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে ‘স্লামডগ মিলেনিয়ার’ খ্যাত ফ্রিদা পিন্টোকে।
সারাবাংলা/টিএস