Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলায় ‘নিনজা হাতোরি’

এন্টারটেইনমেন্ট করেসপনডেন্ট
২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৪

মাছরাঙা টেলিভিশনে ১ মার্চ থেকে শুরু হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় কার্টুন সিরিজ ‘নিনজা হাতোরি’। বাংলায় ডাবিংকৃত এই কার্টুন সিরিজ প্রচারিত হবে সপ্তাহের সাতদিন সকাল ১০টা ৩০ মিনিটে।

দশ বছর বয়সের কেনেচি মিতসুবা অলস প্রকৃতির ছেলে। পড়ালেখায় তেমন ভালো না। তাই তার পিতা-মাতা, শিক্ষক তার উপর বিরক্ত থাকে। হাতোরি কেনেচির বন্ধু। সে সবসময় কেনেচিকে বিপদ থেকে উদ্ধার করে। ইয়ুমিকো কেনেচির বান্ধবী। কেমুমাকি এবং তার নিনজা বিড়াল কিওকি কেনেচির বিরুদ্ধে বিপদ সৃষ্টি করে। আর হাতোরি কেনেচিকে তাদের চক্রান্তের হাত থেকে রক্ষা করে। মাঝে মধ্যে তাদের বন্ধু জিপ্পো আর সোনাম কেনেচিকে রক্ষা করে।

বিজ্ঞাপন

তাদের গল্পে ইসাইওহি নামের এক মেয়ে নিনজা আছে। সে সবসময় হাতোরিকে হারাতে চায়। প্রায়ই নতুন নতুন নিনজা টেকনিক ব্যবহার করে। কিন্তু রাস্তায় চলার সময় দিকভ্রান্ত হয়ে যায় সে। মাঝে মাঝে সে হাতোরির প্রেমে পড়ে যায়। তাদের নানা মজার গল্প নিয়ে নির্মিত এই কার্টুন সিরিজ বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়তা পেয়েছে।

সারাবাংলা/এজেডএস

নিনজা হাতোরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর